অর্থনীতি

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে খান ব্রাদার্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৪৫.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ২১৮.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দাম ৭২.৪০ টাকা বা ৪৯.৬২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৩৪.২৫ শতাংশ, আকতাব অটোমোবাইলসের ২৭.৩০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২৩.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ২২.০৩ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২১.৩০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৯.৫৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৬.৯১ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১৩.৭৩ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩.৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।