পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদকে নিয়োগ দিয়েছে।
সোমবার (৫ ফেব্রুযারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ। তিনি গত ৩ ফেব্রুয়ারি থেকে কোম্পানিতে সিইও হিসেবে কাজ শুরু করেন।
প্রসঙ্গত, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০১ সালে। কোম্পানির পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৬০ লাখ টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৬ লাখ ১ হাজার ৪৩৯টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৩.২৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.৪৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.৫৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮.৭০ শতাংশ শেয়ার রয়েছে।