অর্থনীতি

বসুন্ধরায় লাক্সারিয়াস আবাসিক ভবন নির্মাণ করছে জেসিএক্স

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় লাক্সারিয়াস আবাসন ‘গ্র্যান্ড রেসিডেন্স’ কন্ডোমিনিয়াম লাইফস্টাইলের অগ্রযাত্রা শুরু হয়েছে। জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড ৯২ কাঠা নিজস্ব জমির ওপর কন্ডোমিনিয়াম গ্র্যান্ড রেসিডেন্সে দুটি আবাসিক ভবন নির্মাণ করছে।

এসব ভবনে ১৩২টি ইউনিট ছাড়াও ৬০ শতাংশ খোলা জায়গা, শিশুদের খেলার মাঠ, সুইমিংপুল, জিমনেসিয়াম, লাইব্রেরি, লন্ড্রি, টেনিস কোর্ট, ইন্টেলিজেন্স হোম, জগিং এরিয়া, কমিউনিটি হল, নামাজের স্থান, বারবিকিউ স্পেস, রিসিপশন এরিয়া অ্যাকুয়ালাংসহ রয়েছে আধুনিক আবাসনের সব সুবিধা।

১৬তলা দুটি ভবনের দুপাশে রয়েছে ৫০ ফিট রাস্তা ও পেছনে লেক। বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে (এক্সটেনশন) মাদানী অ্যাভিনিউ সংলগ্ন আবাসিক ভবনের সামনেই রয়েছে বসুন্ধরা গলফ ও একটি ইন্টারন্যাশনাল স্কুল। গ্র্যান্ড রেসিডেন্স স্বপ্নবাজ গ্রাহকদের জন্য সত্যিকার অর্থেই এক শান্তির ঠিকানা হবে বলে আশা জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের।

সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রকল্প এলাকায় আয়োজিত গ্র্যান্ড ব্রেকিং সেরিমনি অনুষ্ঠানে যোগ দেন জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. ইকবাল হোসেন চৌধুরী।

তিনি বলেন, গ্র্যান্ড রেসিডেন্স প্রকল্প সর্ম্পকে জানাতেই আমাদের এ আয়োজন। কাজ শুরুর আগেই এ প্রকল্পের ৫০ শতাংশ ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব গুণগতমান বজায় রেখে প্রকল্পটি হস্তান্তর করার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাপানের ক্রিড গ্রুপের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান তোশিহিকো মুনেয়োশি, সিএফও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মাসানোবু কামিয়ামা, জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের পার্টনার ডিরেক্টর সিদ্দিকুর জাপাস্টির এমডি মো. মোর্শেদ আলম, জেসিএক্সএর সিইও এম আরিফুর রহমান সজল ও ফাইন্যান্স ডিরেক্টর এম মুহিত হাসানসহ আমন্ত্রিত অতিথিরা।