অর্থনীতি

বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি পায়নি কৃষিবিদ ফিড

পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কৃষিবিদ ফিডের পরিচালনা পর্ষদ ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিতে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৩ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কৃষিবিদ ফিড সূত্রে জানা গেছে, আলোচ্য হিসাব বছরে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২ শতাংশ বোনাস ও বাকি ১০ শতাংশ নগদ লভ্যাংশ। তবে কোম্পানিটি বোনাস লভ্যাংশের অনুমতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে পায়নি। এদিকে আজ রোববার (৩ মার্চ) কোম্পানিটির রেকর্ড  তারিখ। তাই এদিনটি শুধুমাত্র কোম্পানির ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশের জন্য প্রযোজ্য হবে।