অর্থনীতি

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে স্টাইল ক্রাফট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২১ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত স্টাইল ক্রাফট লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার (২৩ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে স্টাইল ক্রাফটের শেয়ার দর কমেছে ৭.১৮ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৪.৬০ টাকা। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬৯.৬০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসএস স্টিলের ৬.৭৯ শতাংশ, জুট স্পিনার্সের ৬.৪১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.১২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৬.০৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৬.০৫ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫.৮৬ শতাংশ, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ৫.৩২ শতাংশ শেয়ার দর কমেছে।