পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের পরবর্তী অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপুন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।
বুধবার (২৪ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়।
মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৮ মে পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে।
মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ১৬ মে নির্ধারণ করা হয়েছে। কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে বুধবার মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।