অর্থনীতি

কারণ ছাড়াই বাড়ছে ফারইস্ট নিটিংয়ের শেয়ারের দাম

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (১৫ মে) ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৩ মে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারের দাম ছিল ১২.৫০ টাকা। ১২ মে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২১.৫০ টাকায়। কয়েক কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৯ টাকা বা ৭২ শতাংশ বেড়েছে।