অর্থনীতি

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রিলায়েন্স ওয়ান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার (১৮ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৬.৭৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য ছিল ১৫.৭০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৯০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ২১.২১ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১৭.৯৩ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১৭.৪০ শতাংশ, ই-জেনারেশনের ১৬.২২ শতাংশ, আইসিবির ১৫.৫৫ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ১৫.২৫ শতাংশ, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ১৪.২৯ শতাংশ, মুন্নু সিরামিকের ১২.৭৬ শতাংশ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১২.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।