অর্থনীতি

সহযোগী কোম্পানি গঠনের অনুমতি পেল প্রাইম ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার জন্য একটি সহযোগী কোম্পানি গঠনের অনুমতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে এ অনুমতি দেয়। 

মঙ্গলবার (২১ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ আগস্ট প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ এমএফএস কার্যক্রম পরিচালনাসহ ব্যবসা বহুমুখীকরণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। এসব সিদ্ধান্তের মধ্যে এমএফএস ছাড়াও ছিল মিউচুয়াল ফান্ড ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড পরিচালনার জন্য একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন করা। 

ওই সিদ্ধান্তের অলোকেই, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে সহযোগী কোম্পানি গঠন কার্যকর হবে।