অর্থনীতি

ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে।

মঙ্গলবার (২৫ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৪ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। 

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৯৪) টাকা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৯১) টাকা। ফলে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.০৩ টাকা বা ২ শতাংশ। 

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (০.২৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ঋণাত্মক এনওসিএফপিএস ছিল (০.২৪) টাকা। 

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৩৩.৪৬) টাকা।