অর্থনীতি

রাজধানীতে অনুষ্ঠিত হলো আয়ুর্বেদিক এক্সপো 

জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আয়ুর্বেদিক এক্সপো। 

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) আয়োজনে এ প্রদর্শনী শেষ হয় গত ২৬ জুন। 

বামা’র সভাপতি ও হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. ফিরোজ আহম্মেদ ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্য আ.খ. মাহবুবুর রহমান সাকী, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন বামা’র উপদেষ্টা শিবব্রত রায়।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন হামদর্দ বাংলাদেশের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক।