অর্থনীতি

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস, কার্যকর সোমবার থেকে

২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঘাটতির লক্ষ্য রেখেই জাতীয় সংসদে পাস হলো ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট। সংসদে ২০২৪-২৫ অর্থবছরের নতুন এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৭৫ শতাংশ। আর মূল্যস্ফীতি সাড়ে ৬ ভাগে নামাতে চায় সরকার।

রোববার (৩০ জুন) বেলা ১১টায় অধিবেশন শুরুর পর নির্বাচন কমিশন, পরিকল্পনা বিভাগ, মন্ত্রিপরিষদসহ নানা বিভাগ-মন্ত্রণালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জন্য ৩ হাজার ২১৭ কোটি টাকা, জন-নিরাপত্তায় ২৬ হাজার ৮৭১ কোটি টাকা বরাদ্দ হয়।

শনিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয় অর্থবিল। আজ পাস হলো নতুন অর্থবছরে বাজেট। আর তা কার্যকর হবে কাল সোমবার থেকে।

অর্থমন্ত্রী গত ৬ জুন জাতীয় সংসদে ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ স্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন।