অর্থনীতি

শেয়ার বিক্রি করলো ইসলামী ব্যাংকের করপোরেট উদ্যোক্তা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক করপোরেট উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।

বুধবার (৩ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশের করপোরেট উদ্যোক্তা বাংলাদেশ ইসলামিক সেন্টারের হাতে ৩৪ লাখ শেয়ার ছিলো। প্রতিষ্ঠানটির হাতে থাকা সব শেয়ার বিক্রি সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে এ কর্পোরেট উদ্যোক্তা। এর আগে ২৭ জুন শেয়ার বিক্রয়ের ঘোষণা দেওয়া হয়েছিলো।