অর্থনীতি

বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের লেনদেনসহ কার্যক্রম বন্ধ থাকবে

বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম আগামী ১৮ জুলাই বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) আপগ্রেড করতে ব্যাংকটির লেনদেনও বন্ধ থাকবে।

রোববার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন আইএফআইসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সম্মতি দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) আপগ্রেডের কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িক বিরতি রাখার বিষয়ে আইএফসি ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।