অর্থনীতি

সাবেক দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী ও স্ত্রীদের ব্যাংক হিসাব জব্দ

সাবেক দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী ও তাদের স্ত্রীদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তারা হলেন—সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান রুকমিলা জামান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুসতারী। সোমবার (১২ আগস্ট) বিএফআইইউ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

বিএফআইইউ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া চিঠিতে ওই দুই মন্ত্রী ও তাদের স্ত্রীদের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক সব ধরনের হিসাব থেকে টাকা উত্তোলনসহ যাবতীয় লেনদেন বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ব্যক্তির ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি তারা কোথায় কার সাথে কী ধরনের লেনদেন করেছেন, সেসব তথ্যও চেয়েছে বিআইএফইউ।

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তাদের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দিয়েছে বিএফআইইউ।