অর্থনীতি

একমি পেস্টিসাইডসকে লভ্যাংশ না পাঠানোর কারণ জানাতে চিঠি

বিনিয়োগকারীদের বিও একাউন্টে ঘোষিত লভ্যাংশ পাঠায়নি পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির কাছে লভ্যাংশ না পাঠানোর কারণ জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সম্প্রতি কোম্পানিটির কাছে ডিএসই এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি বছরের ৪ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু দীর্ঘ সময় পার গেলেও এখনও ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠায়নি কোম্পানিটি।