বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান বলেছেন, ‘পুঁজিবাজারে যেসব অনিয়ম হয়েছে বা বৈষম্য হয়েছে তা আর থাকবে না। আইন সবার জন্য সমান। সবার জন্য আইন কীভাবে প্রয়োগ করা হবে, সেই ব্যাপারে আমরা কাজ করছি। সবার জন্য আইন প্রযোজ্য হবে।’
রোববার (২৫ আগস্ট) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। এ সময় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, মোহসীন চৌধুরী ও নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএসইসি কমিশনার বলেন, ‘পুঁজিবাজারের জন্য মিউচুয়াল ফান্ড গুরুত্বপূর্ণ। একইসঙ্গে সেটা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডে কিছু কিছু অনিয়ম হয়েছে। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আইন বা বিধি-বিধানের ক্ষেত্রের বৈষম্যতা ছিল। আগামীতে সেই তা আমরা দূর করার চেষ্টা করব। সেই বৈষম্যমূলক আইন ও বিধি-বিধানগুলো রিভিউ করা হবে। মিউচূয়াল ফান্ডে যেসব বৈষমতা হয়েছে, আমরা তা চিহ্নিত করে সমাধান করব।’
এটিএম তারিকুজ্জামান আরও বলেন, ‘আমাদের আইন অনেক আছে। সেগুলো কতখানি মার্কেট ফ্রেন্ডলি বা ইনভেস্টর ফ্রেন্ডলি তা আমাদের রিভিউ করা প্রয়োজন। তাহলে কিন্তু বৈষম্য কথাটা আর থাকবে না। আমাদের যে প্রতিজ্ঞা রয়েছে, সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও সুশাসন নিশ্চিত সম্পন্ন পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্যে আইনের প্রয়োগ সঠিক থাকতে হবে। আমরা জোর দিয়ে বলছি, পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করা হবে। শুধু মুখে বলা নয়, কাজ করে দেখিয়ে দেওয়া হবে। তাহলে পুঁজিবাজারে বৈষম্যতা দূর হবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।’