অর্থনীতি

ইসলামিক ফাইন্যান্সের চেয়ারম্যান নির্বাচিত

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আবুল কাসেম হায়দারকে  নির্বাচন করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

প্রসঙ্গত, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৫ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। সেহিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭০টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩২.৮৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩.৭৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৩.৩৮ শতাংশ শেয়ার রয়েছে।