অর্থনীতি

উৎপাদনে ফিরেছে এসকে ট্রিমস

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড উৎপাদনে ফিরেছে। টানা ১৪ দিন বন্ধ থাকার পর কোম্পানিটি পুনরায় উৎপাদনে ফিরলো।

শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটির কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৭ সেপ্টেম্বর কোম্পানিটির কারখানা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে এসকে ট্রিমস কর্তৃপক্ষ জানিয়েছিল, কোম্পানির পরিচালনা পর্ষদ কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ কোম্পানিটি শতভাগ রপ্তানিমূখী ও ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। অথচ ব্যাংক হিসাব ফ্রিজ রয়েছে। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ ব্যাংক হিসাব অবরুব্ধ (ফ্রিজ) করার পরেও গত জুন থেকে উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য খুবই চেষ্টা করে আসছিল। তবে যখন কোম্পানির ব্যাংক হিসাব চালু করা হবে, তখন উৎপাদন শুরু করা হবে।