অর্থনীতি

মেট্রো স্পিনিংয়ের এক বছর উৎপাদন বন্ধ ঘোষণা

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের কারখানার উৎপাদন কার্যক্রম আগামী এক বছরের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ভবন সংস্কার ‍ও মেশিনারিজ পরিবর্তনের কারণে কারখানার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেট্রো স্পিনিং লিমিটেডের  জন্য নতুন মেশিনারীজ কেনা হচ্ছে। যা পুরাতনগুলোর জায়গায় স্থলাভিষিক্ত হবে। এছাড়া কারখানার ভবন সংস্কার করা হবে। এরপরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হবে।

প্রসঙ্গত, মেট্রো স্পিনিং লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০২ সালে। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির পরিশোধিত মূলধন ৬১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.০৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩.২৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৬.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।