অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটি দূর হয়েছে 

বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটি দূর করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আইটি টিম সার্ভারের সমস্যা সমাধান করে পরিচালনযোগ্য করতে সক্ষম হয়েছে। ফলে আন্তঃব্যাংক লেনদেনে চেক ক্লিয়ারিং পেমেন্ট সিস্টেম প্লাটফর্ম পুনরায় কাজ করছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক সরাফাত উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ৯টায় সার্ভারে ত্রুটি দেখা দেয়। কিন্তু রাতে সমাধান না হওয়ায় সোমবারের ক্লিয়ারিং চেক নিষ্পত্তি না করে সেটেলমেন্ট বাতিল করা হয়।

বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রম চলে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।