অর্থনীতি

প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী উপহার হিসেবে শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক সালমা হক। তিনি তার মেয়ে সারা হকের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে ৭৫ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করেছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর তিনি আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করার ঘোষণা দেন।