পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্রের দায়িত্ব আবারো পেয়েছেন নির্বাহী পরিচালক এবং সাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিএসইসির প্রশাসন ও অর্থ বিভাগের প্রশাসন ডিপার্টমেন্ট থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তথ্য মতে, কমিশনের পরিচালক ও সাবেক মুখপাত্র ফারহানা ফারুকীর স্থলে দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক এবং সাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি এর আগে দীর্ঘ সময় বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।
এদিকে নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম মুখপাত্রের দায়িত্ব ছাড়াও কর্পোরেট ফাইন্যান্স ডিভিশন ও ডেরিভেটিভস ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি ডেরিভেটিভস ডিভিশন ও ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের দায়িত্বে ছিলেন।