পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত অন্তর্বর্তী নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।২০২৩ সালের ৩১ অক্টোবর কোম্পানিটি অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করে। তবে সমাপ্ত হিসাব বছর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটি ওই অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত লভ্যাংশ হিসেবে ঘোষণা করে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের সাপেক্ষে ১৫৪০ শতাংশ নগদ লভ্যাংশ চূড়ান্ত হিসাবে ঘোষণা করে।
পর্ষদ ঘোষিত ওই অন্তর্বর্তী লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৫৪ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডাররা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয় চলতি বছরের ৯ জুলাই।