অর্থনীতি

ইসলামিক ফাইন্যান্সের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারে আর্থিকখাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির উদ্যোক্তা এস.এম. বখতিয়ার আলম। তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২ লাখ শেয়ার বিক্রয় করেছেন। বর্তমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেটে তিনি উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন।

এর আগে গত ৩ অক্টোবর এই উদ্যোক্তা ডিএসইর পাবলিক মার্কেটে ৩১ অক্টোবরের মধ্যে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন বলে ঘোষণা দেন।

প্রসঙ্গত, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৫ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭০টি। এর মধ্যে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩২.৮৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৪.৯৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪২.২১ শতাংশ শেয়ার রয়েছে।