অর্থনীতি

ভোজ্যতেলে ভ্যাট ছাড় দিয়ে গেজেট প্রকাশ 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোজ্যতেল তথা পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পামওয়েলের ওপর ভ্যাট ছাড় দিয়ে গেজেট প্রকাশ কররেছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষর করা পৃথক আদেশের গেজেট প্রকাশ করা হয়।

প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পামওয়েলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।

অপর আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পামওয়েল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। 

আদেশে বলা হয়েছে, পণ্যসমূহের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পামওয়েলের উপর আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হলো।