অর্থনীতি

তুং হাই নিটিংয়ের কারখানা বন্ধ পেলো ডিএসই

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সাধারণত যেসব তালিকাভুক্ত কোম্পানি নিয়মিতভাবে তথ্য প্রকাশ করছে না এবং স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ রাখে না সেসব কোম্পানি পরিদর্শনে যায় ডিএসই। ঠিক একই কারণে তুং হাই নিটিংয়ের কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। কিন্তু সোমবার (২১ অক্টোবর) কোম্পানিটির উৎপাদন ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে কারখানাটি বন্ধ পায় ডিএসইর প্রতিনিধি দল।

প্রতিনিধি দল জানায়, তুং হাই নিটিংয়ের কারখানার সরঞ্জাম, যন্ত্রপাতি দেখে মনে হয়েছে- এসব দীর্ঘদিন ধরে অব্যবহৃত হিসেবে পড়ে আছে। যেখানে মরিচা দৃশ্যমান ছিলো।