অর্থনীতি

আরএন স্পিনিংয়ের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধরাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘আর এন স্পিনিং মিলস লিমিটেড’ এর পরিবর্তে ‘শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। একইসঙ্গে কোম্পানিটির ট্রেডিং কোড পরিবর্তন করা হচ্ছে। বর্তমান ট্রেডিং কোড ‘RNSPIN’ এর পরিবর্তে ‘SHARPIND’ কোডে লেনদেন করবে কোম্পানিটি। 

উল্লেখ্য যে, মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।