পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি), দেশ গার্মেন্টস লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লুব-রেফ বাংলাদেশ লিমিটেড এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত অর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
বিএটিবিসি: তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ নগদ অন্তবর্তী লভ্যাংশ দেবে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৩৫ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭.৫২ টাকা।
এছাড়া, চলতি হিসাববছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৪.৪৯ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২৫.১১ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৩.৮২ টাকা।
দেশ গার্মেন্টস: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে দেশ গার্মেন্টসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৮ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৪ টাকা।
দেশ গার্মেন্টসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাববছরে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.৫০ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.১২ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৩.৫৭ টাকা।
জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
মোস্তফা মেটাল: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে মোস্তফা মেটালের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.১৬ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১৪ টাকা।
মোস্তফা মেটালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
লুব-রেফ বাংলাদেশ: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাববছরে লুব-রেফ বাংলাদেশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪১ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৪২ টাকা।
লুব-রেফ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
ওয়াটা কেমিক্যালস: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাববছরে লুব-রেফ বাংলাদেশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০৩ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে লুব-রেফ বাংলাদেশের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১.৬০ টাকা।
লুব-রেফ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।