অর্থনীতি

১০ বিমা কোম্পানির ৯ মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ১০টি বিমার পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) ও ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বিমা কোম্পানিগুলো হলো- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১৩  পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯১ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে  ২১ টাকা ৬৪ পয়সা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১৪ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২৩ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ৯৩ পয়সা।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ২৭ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৭১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ১৪ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬৮ পয়সা।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২৯ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৭৬ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৯১ পয়সা।

ফিনিক্স ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৯ টাকা ৬০ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪০ টাকা ৯৬ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৩ টাকা ০৭ পয়সা লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে মাইনাস ৭৪ টাকা ২৫ পয়সা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৭ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৪৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ১০ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৫  টাকা ১৯ পয়সা।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩০ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৬ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৯৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৬৬ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬৮ টাকা ৭১ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে২৭ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২৩ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৭ টাকা ৯ পয়সা।

রিপাবলিক ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৬২ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৮৫ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৮  টাকা ৯৭ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৬২ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৯৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ১২ পয়সা।