অর্থনীতি

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে বিএসসি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৬.৩২ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৫৯.২০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮০.৭০ টাকা। এর ফলে কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এস্কয়ার নিটের ৩৪.৪২ শতাংশ, হামি ইন্ড্রাস্ট্রিজের ৩২.৪৩ শতাংশ, খুলনা পাওয়ারের ২৫.৫৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৫.২১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২৩.৭৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৩.১৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ২২.৪৫ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ২০ শতাংশ ও ঢাকা ডাইংয়ের ১৯.৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।