অর্থনীতি

বীমাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বীমাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক, ডিন-স্কুল অব বিজনেস প্রফেসর ড.মোহাম্মদ নুরুল ইসলাম, ডিন-স্কুল অব আর্টস প্রফেসর এ এইচ এম এ সালেক, সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা হোসাইন।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এম এ  মোতালিব চৌধুরী, রোটারিয়ান রাবেয়া আক্তার (লাইব্রেরিয়ান ও সমন্বয়কারী প্রতিষ্ঠাতা-গ্লোবাল নলেজ ফাউন্ডেশন), রোটারিয়ান ও এসিসট্যান্ট লাইব্রেরিয়ান এবং ইচ্ছা শৈলী নারী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মঞ্জুশ্রী দত্ত এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিরপেক্ষ পরিচালক এ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সল, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, এসভিপি ও হেব অব ব্যাংকাস্যুরেন্স জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমুখ।