ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-আইসিএমএবি সেরা কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়া দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অফ বাংলাদেশ (আইসিএমএবি) ১৭টি বিভাগে ৪৬ টি তালিকাভুক্ত সহ বিভিন্ন সংস্থা ও কোম্পানিকে আর্থিক প্যারামিটার এবং আর্থিক সূচকসমূহের ভিত্তিতে তাদের সেরা কর্পোরেট অনুশীলনের জন্য স্বীকৃতি দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানী ঢাকাস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানে অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সংস্থাদের শীর্ষ কর্মকর্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এবং সভাপতির বক্তব্য রাখেন আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ । ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের সেক্রেটারি এস এম জহির উদ্দিন হায়দার।
আইসিএমএবি সেরা কর্পোরেট পুরস্কারের বিজয়ী সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ এই তিন নামাঙ্কিত সুদৃশ্য ট্রফি দ্বারা পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে একটি জুরি বোর্ড, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট-এর বোর্ড অফ ট্রাস্টির সভাপতি আনিস এ খান, এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন এবং সার্ভিসেস লিমিটেডের নির্বাহী প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ বিজয়ীদের অনুমোদিত তালিকা পর্যালোচনা করেছে, যা ইনস্টিটিউটের মূল্যায়ন দলের ৪৫ জন বিশেষজ্ঞ সদস্য দ্বারা মূল্যায়ন ও সুপারিশ করা হয়েছে।
আইসিএমএবি বেস্ট কর্পোরেট পুরস্কার বিজয়ীরা হচ্ছে-রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (এসওসিবি) ক্যাটাগরিতে সোনালী ব্যাংক পিএলসি-গোল্ড, রূপালী ব্যাংক পিএলসি- সিলভার এবং অগ্রণী ব্যাংক পিএলসি-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংক পিএলসি- গোল্ড, ইস্টার্ন ব্যাংক পিএলসি-সিলভার এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-গোল্ড পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বিভাগে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি-গোল্ড, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি-সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সেনা ইন্স্যুরেন্স পিএলসি- গোল্ড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি-সিলভার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-গোল্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-সিলভার এবং সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-গোল্ড, রেনাটা পিএলসি-সিলভার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি-গোল্ড, ক্রাউন সিমেন্ট পিএলসি-সিলভার এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে মতিন স্পিনিং মিলস পিএলসি-গোল্ড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি-সিলভার এবং স্কয়ার টেক্সটাইল পিএলসি-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
মাল্টিন্যাশনাল কোম্পানি-ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-গোল্ড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি-সিলভার এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
অন্যান্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বিএসআরএম স্টিলস লিমিটেড-গোল্ড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড- সিলভার এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
পাওয়ার জেনারেশন ক্যাটাগরিতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-গোল্ড এবং ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
তেল, গ্যাস ও এনার্জি বিভাগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড- গোল্ড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-সিলভার এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
এনজিও ক্যাটাগরিতে ব্র্যাক পেয়েছে-গোল্ড, আইসিডিডিআর, বি-সিলভার এবং অ্যাকশন এইড-বাংলাদেশ ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
এগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ক্যাটাগরিতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-গোল্ড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-সিলভার এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
ট্রেডিং অ্যান্ড অ্যাসেম্বলি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-গোল্ড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিসিএল)-সিলভার পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।
আই.টি. অ্যান্ড টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড-গোল্ড এবং রবি আজিয়াটা পিএলসি-সিলভার পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।