দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য কৃষি মন্ত্রণালয়ের ৩টি এবং শিল্প মন্ত্রণালয়ের ৪টিসহ মোট ৭টি প্রস্তাবের বিপরীতে ২ লাখ ৩০ হাজার মে.টন বিভিন্ন ধরনের সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত ৭টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে মোট ব্যয় হবে ৯শ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার টাকা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ৪র্থ লটে ৩০ হাজার মে.টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির সঙ্গে সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে রাশিয়া থেকে এই সার আমদানিতে সারের বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ব্যয় হবে ৮৬ লাখ ৯২ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি ৩১ লাখ টাকা। প্রতি মে. টন এমওপি সারের দাম পড়বে ২৮৯.৭৫ মার্কিন ডলার। ২০২৪-২০২৫ অর্থবছরে এমওপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৭ লক্ষ মে.টন। এর মধ্যে রাশিয়া থেকে আমদানি করা হবে ৩.৬০ লাখ মে.টন। এ পর্যন্ত আমদানি হয়েছে ০.৬২৫ লাখ মে.টন।
সভায় জানানো হয়, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ৭ম লটে ৪০ হাজার মে.টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করা হবে। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে কানাডা থেকে এই সার আমদানিতে বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার মা.ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩৯ কোটি ৮ লাখ টাকা। প্রতি মে. টন এমওপি সারের দাম পড়বে ২৮৯.৭৫ মা. ডলার।
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ৮ম লটে ৪০ হাজার মে.টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে কানাডা থেকে ৮ম লটে ৪০ হাজার (+১০%) মে. টন এমওপি সার আমদানিতে বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার মা.ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩৯ কোটি ৮ লাখ টাকা। প্রতি মে. টন এমওপি সারের দাম ২৮৯.৭৫ মা. ডলার।
সংযুক্ত আরব আমিরাত থেকে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৩ লাখ ৬০ হাজার মে.টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক সারের মূল্য নির্ধারণ করে ১ম লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৭ লক্ষ ৪৯ হাজার ৯০০ মা.ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১২৮ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য ৩৫৮.৩৩ মার্কিন ডলার।
সভায় কাতারএনার্জি মার্কেটিং থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কাতারের সঙ্গে চুক্তি মোতাবেক সারের মূল্য নির্ধারণ করে প্রতি মে.টন ৩৫৮.৩৩ মার্কিন ডলার হিসেবে ৫ম লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৯০০ মা. ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১২৮ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা।
সভা সূত্র জানায়, সৌদি আরব থেকে ৮ম লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সৌদি আরব এর সঙ্গে চুক্তি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে ৮ম লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক প্রিল্ড ইউরিয়া সার প্রতি মে.টন ৩৬৫ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার মা.ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৪০ লাখ টাকা।
সৌদি আরব থেকে ৯ম লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সৌদি আরব এর সঙ্গে চুক্তি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে ৯ম লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার প্রতি মে.টন ৩৫৮.৩৩ মার্কিন ডলার হিসেবে ব্যয় হবে ১ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৯০০ মা.ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১২৮ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা।