অর্থনীতি

মিউচুয়াল ফান্ডের বিকাশ: অ্যাসেট ম্যানেজারদের সঙ্গে বসবে বিএসইসি

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ডের বিকাশ এবং অ্যাসেট ম্যানেজার কোম্পানিগুলো কী ভূমিকা রাখছে-সে বিষয়ে আলোচনা করতে সব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিদের ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ‘বাংলাদেশে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে উপস্থিত থাকার কথা রয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

‘বাংলাদেশে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ’ শিরোনামে আলোচনা সভার বিষয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে ‘বাংলাদেশে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ’ সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদ।

এদিকে বিএসইসি সূত্রে জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসি পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে। তবে অ্যাসেট ম্যানেজার কোম্পানিগুলোর সঙ্গে কমিশন এখনো বৈঠক করতে পারেনি। বিশেষ করে অ্যাসেট ম্যানেজার কোম্পানিগুলো একটি সংগঠন বা অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত না থাকায় সবাইকে একত্রিত করে বৈঠক করা সম্ভব হয়নি। তাই পুঁজিবাজারের সদস্যভুক্ত অ্যাসেট ম্যানেজার কোম্পানিগুলোকে আলোচনা করার জন্য ডাকা হয়েছে। বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও যেসব কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারেনি এবং সেখানে মিউচুয়াল ফান্ডের কি ভূমিকা ছিল- সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, মিউচুয়াল ফান্ডের যেসব দুর্বল জায়গাগুলোর জন্য বাজারের কারসাজি এবং আস্থার সংকট ছিল, সে বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পুঁজিবাজার গতিশিল করতে অ্যাসেট ম্যানেজার কোম্পানিগুলোকে কিভাবে একটি ছাতার নিচে নিয়ে আসা যায় সে বিষয়েও আলোচনা করা হবে।