অর্থনীতি

সহজ শর্তে বাড়ি ও জমি কেনার সুযোগ দিচ্ছে ‘বাংলা বসতি’

ঢাকার আমিনবাজারে প্রস্তাবিত ঢাকা-হেমায়েতপুর মেট্রোরেলের লাইনের পাশেই গড়ে তোলা হচ্ছে আধুনিক টাউনশিপ ‘বাংলা বসতি’। প্রতিষ্ঠানটি দিচ্ছে সহজ শর্তে বাড়ি ও জমি কেনার সুযোগ।

রোববার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আড়ম্বরপূর্ণ আয়োজনে এ প্রকল্পের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আরও উপস্থিত ছিলেন বাংলা বসতির চেয়ারম্যান ও সিইও মো. সালাহ উদ্দিন, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং অপু বিশ্বাস।

অনুষ্ঠানে শারমীন এস মুরশিদ বলেন, “পরিবেশসম্মত আবাসন কেবল প্রকৃতির কল্যাণ সাধনেই নয়, আমাদের স্বাস্থ্যকর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়ক। মাস্টাপ্ল্যানের আওতায় পুরো কমিউনিটি গড়ে উঠছে বলে একটি অনন্য সাধারণ সামাজিক প্রতিবেশও গড়ে উঠতে পারে এই প্রকল্পে, যা আগামী প্রজন্মের বেড়ে ওঠায় দারুণ ভূমিকা পালন করবে।”

৩০ শতাংশ ডাউন-পেমেন্টের টাকা পরিশোধের মাধ্যমেই গ্রাহকদের সাফ-কবলা দলিলের মাধ্যমে জমির মালিকানা বুঝিয়ে দেওয়া ও পরবর্তী ৫ বছরে গড়পড়তা বাড়িভাড়ার সমমানের কিস্তি পরিশোধের মাধ্যমেই নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাড়ি নির্মাণের সুযোগ নিয়ে যাত্রা আরম্ভ করেছে ‘বাংলা বসতি’। প্রবাসী ও তরুণ পেশাজীবীদের প্রায় বাড়িভাড়ার সমানুপাতিক কিস্তিতে মাত্র ৫ বছরে নিজস্ব জমি ও বাড়ি নির্মাণের সুবিধা দেবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহককে প্রথমেই তাদের পছন্দসই বাড়ির বিস্তারিত বিবরণ জেনে তা কেনার জন্য একটি টোকেন মূল্য রিজার্ভেসন ফি হিসেবে দিতে হবে। রিজার্ভেসনের ৩০ দিনের মধ্যে গ্রাহককে বাড়ির ধার্য মূল্যের ৩০ শতাংশ দিয়ে জমির সাফ-কবলা দলিল সম্পাদন করে একই সাথে কোম্পানি এবং ব্যাংক বরাবর পাওয়ার অব অ্যাটর্নি ও ব্যাংক মর্টগেজ দলিল সম্পাদন করে দিতে হবে। পরবর্তী সময়ে ধার্যকৃত মাসিক কিস্তি দেওয়ার মাধ্যমে ৩, ৪ ও ৫ বছরের মধ্যে বাড়ির নির্মাণকাজ সমাপ্তি সাপেক্ষে বুঝে নেওয়া বা ভাড়া দেওয়ার ভিত্তিতে অবশিষ্ট দায় পরিশোধ করেই বাড়ির পরিপূর্ণ মালিকানা গ্রহণ করণ করা যাবে।