এনসিসি ব্যাংক পিএলসি সম্প্রতি জেনারেল ফার্মাসিটিউক্যাল লিমিটেডের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত পেরোল ব্যাংকিং বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির মাধ্যমে জেনারেল ফার্মার সকল কর্মকর্তা ও কর্মচারীরা এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিংয়ের আওতায় দেশব্যাপী বিস্তৃত যেকোনো শাখা ও উপশাখার মাধ্যমে দ্রুততার সাথে নগদ লেনদেন ও বিশেষ আর্থিক সেবা পাবেন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন ও জেনারেল ফার্মার পরিচালক রাফিদুল হক ও সাকিবুল হকের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম এবং জেনারেল ফার্মার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. শাহীন হাসান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, মো. জাকির আনাম, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি ও শ্যামলী শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং জেনারেল ফার্মার মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলাউদ্দিন সিদ্দীকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।