ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) তেজগাঁওয়ের ট্রাস্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির শেয়াারহোল্ডার ও পরিচালনা পর্ষদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদ থেকে সাধারণ শেয়ারহোল্ডাদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং পরিচালক ও স্পন্সর শেয়ারহোল্ডারদের জন্য সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের মাধ্যমে অনুমোদিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. মাজহারুল কাদের। তিনি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ধারাবাহিক সফলতার জন্য শেয়ারহোল্ডার, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা কোম্পানির বর্তমান কার্যক্রম ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ অগ্রগতির প্রতি তাদের আস্থা প্রকাশ করেন।