সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। এদিকে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫০টি কোম্পানির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত আছে ৮৬টির।
এদিন ডিএসইতে মোট ২৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১২.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮২১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.০৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে ৯৩১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৮.৪৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৪টি কোম্পানির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।
দিন শেষে সিএসইতে ১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।