সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে।
এদিকে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৭টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ৮১টির।
এদিন ডিএসইতে মোট ২৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩১.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৯৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৬৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট কমে ৯২৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৯.৪১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৬টি কোম্পানির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির।
দিন শেষে সিএসইতে ৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।