দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ ডিসেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
শনিবার (২৮ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.০৩ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা রবি অজিয়াটার গড়ে ১১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৪ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের গড়ে ১০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৪ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৩.১৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ২.৩৫ শতাংশ, ফাইন ফুডের ২.২৭ শতাংশ, ওয়াইম্যাক্সের ২.২৬ শতাংশ, খান ব্রাদার্সের ২.২২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১.৭২ শতাংশ ও আইসিবির ১.৭১ শতাংশ লেনদেন হয়েছে।