অর্থনীতি

ডিএসইর এসএমইতে লেনদেন বেড়েছে ৮৭.৯৭ শতাংশ

চলতি বছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ১৯ কোম্পানির মোট লেনদেনের পরিমাণ বেড়েছে ৮৭.৯৭ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএসইর বার্ষিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

এ বছর ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫ কার্যদিবস। বছর শেষে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৮ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। ২০২৩ সালে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮২৩ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা। সে হিসেবে এক বছরের ব‌্যবধানে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণ বেড়েছে ১ হাজার ৬০৪ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা বা ৮৭.৯৭ শতাংশ।

এদিকে, চলতি বছরে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে এক দিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে ৬০ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা, সর্বনিম্ন লেনদেন হয়েছে ২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। বছরজুড়ে গড়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৯ লাখ টাকা।

২০২৩ সালে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে এক দিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে ৫১ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা, সর্বনিম্ন লেনদেন হয়েছে ৬৫ লাখ টাকা। বছরজুড়ে গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৭ কোটি ৫৫ লাখ টাকা।