অর্থনীতি

হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট কমছে, জারি হচ্ছে প্রজ্ঞাপন  

হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এরমধ্যে হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার আগের অবস্থায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে এনবিআর থেকে আজকালের মধ্যে আদেশ জারির সম্ভবনা রয়েছে।

এবিআর সূত্রে জানা গেছে, হোটেল রেস্তোরাঁর মতো আরও কয়েকটি খাতের ভ্যাট কমাতে পারে সরকার। সাধারণ জনগনের কথা চিন্তা করে জনজীবনে ভ্যাটের চাপ মুক্ত রাখতেই প্রয়োজনীয় খাতের ভ্যাট কমানো হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের ডেপুটি কমিশনার ও সেকেন্ড সেক্রেটারি মো. বদরুজ্জামান মুন্সি জানান, বেশ কয়েকটি খাত নিয়ে আলোচনা হয়েছে। তবে হোটেল রেস্তোরাঁ খাতের ভ্যাট হার পুন:বিবেচনা করা হয়েছে। এ খাতের ভ্যাট ৫ শতাংশ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ বা রবিবারের মধ্যে এ সংক্রান্ত এসআরও জারি করবে এনবিআর। 

উল্লেখ্য, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের। এরমধ্যে মুঠোফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। ভ্যাট বৃদ্ধির কারণে হোটেল রেস্তোরাঁয় খাওয়ার খরচ বাড়বে, ভ্যাট বাড়ানোর কারণে ওষুধ, পোশাক, মিষ্টি, এলপি গ্যাস, ফলের রস, ড্রিংক, বিস্কুট, চশমার ফ্রেমের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এরমধ্যে ট্যোবাকো কোম্পানিগুলো সিগারেটের মূল্য বাড়িয়েছে। আর এমন পরিস্থিতিতে জনজীবনে চাপমুক্ত রাখতে কিছু খাতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত আসছে।