অর্থনীতি

জমি পুনর্মূল্যায়ন করবে দেশ গার্মেন্টস

জমি পুনর্মূল্যায়ন করবে দেশ গার্মেন্টস

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, জমি পুনর্মূল্যায়ন করার লক্ষ্যে নিরীক্ষক হিসেবে এ. কাশেম অ্যান্ড কোং-কে নিয়োগ দিয়েছে দেশ গার্মেন্টস।

প্রসঙ্গত, দেশ গার্মেন্টস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮২ লাখ ৮৮ হাজার ৩৪২টি। সর্বশেষ ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৪.৯৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩.২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১.৭৮ শতাংশ শেয়ার রয়েছে।