শিক্ষা

শাবির ছাত্র অধিকার পরিষদে নতুন নেতৃত্ব

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিপন মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুনের স্বাক্ষরে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ফৌজিয়া বিনতে ফারুক ও আদনান বিনতে সুফিয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক রবি আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল শিকদার, দপ্তর সম্পাদক আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, অর্থ সম্পাদক ইমরান খান, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া মেহেদি এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাকরীমুল হাসান।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক স্বাক্ষরিত এ কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শাবিপ্রবি/মাসুদ/মাহি