শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২২ সালের এসএসসি ও সমমান এবং এইচএএসসি ও সমমান পরীক্ষার সিলেবাসও সংক্ষিপ্ত করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে ২০২১ সালের এসএসসি ও এইচএসসির সিলেবাসের মতো এতো কমানো হবে না।
বুধবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের সব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর আবাসিক শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।