শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক হলেন ফাহিমা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক হয়েছেন ফাহিমা সুলতানা।

সোমবার (৫এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফাহিমা সুলতানা এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) দপ্তরের উপ-রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন।

ফাহিমা সুলতানা আগের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) অধ‌্যাপক ড. মো. মনিরুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। ড. মো. মনিরুজ্জামান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পেয়েছেন।