করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি ও বিধি-নিষেধের কারণে স্থগিত হওয়ার সিনিয়র নার্স নিয়োগের মৌখিক পরীক্ষা নতুন তারিখ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সূচি অনুযায়ী আগামী ২৭ ও ২৮ আগষ্ট এই দুই দিন সিনিয়র স্টাফ নার্স পদের স্থগিত মৌখিক পরীক্ষা হবে। ওই দুই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে এই পরীক্ষা হবে।
সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ২৭ ও ২৮ হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের (১০ম গ্রেড) মৌখিক পরীক্ষা গত ২৬ জুন ও ৩ জুলাই হওয়ার কথা ছিল। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি।