ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মাসের মধ্যে ওই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর মৃত্যু হলো। ওই শিক্ষার্থীর নাম খন্দকার ঈয়াশা সুলতানা ফাইহা। সে প্রতিষ্ঠানটির মূল দিবা (বাংলা ভার্সন) শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈয়াশা সুলতানার মা ছিলেন না। বাসাবোর বাসায় বাবা দেখাশোনা করতেন। কিছুদিন আগে ওর বাবা ডেঙ্গুতে আক্রান্ত হন। ২৩ জুলাই পর্যন্ত সে স্কুলে আসে। এরপর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়। সুস্থ হয়ে ৩০ জুলাই ফের স্কুল আসে। কিন্তু ১ আগস্ট আবার অসুস্থ হয়ে পড়ে। এরপর আজ ভোরে সে মারা যায়।
এদিকে, ঈয়াশা সুলতানা ফাইহার মৃত্যুতে শোক জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খন্দকার ঈয়াশা সুলতানা ফাইহার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। পরম করুণাময় ও ক্ষমাশীল আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাত ১টায় ভিকারুননিসা মূল দিবা (বাংলা ভার্সন) শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সেতারা রহমান প্রিয়াঙ্কার মৃত্যু হয়। আর গত ৪ জুলাই মূল শাখার একাদশ বিজ্ঞান বিভাগের (এল শাখার) ছাত্রী ইলমা জাহান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।