শিক্ষা

এক কলেজ থেকে ৫১ শিক্ষার্থীর মেডিকেলে চান্স

ঢাকার ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা ৫১ শিক্ষার্থী এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। 

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এ কলেজের সানজিদা সুলতানা মাহী ১১তম স্থান অধিকার করেছেন।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কড়া তদারকির ফলে প্রতি বছর শিক্ষার্থীরা আশানুরূপ ফল করছে।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে বলে মনে করেন অধ্যক্ষ। এ সকল মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।